শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবহেলায় নবজাতকের মৃত্যু!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালের দারোয়ানদের গাফিলতির কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নবজাতকের বাবা, দাদী ও ফুপিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নবজাতক মাদারীপুর শহরের পানিছত্র এলাকার মারুফ শেখের সন্তান।

জানা যায়, মাদারীপুরের চৌধুরী ক্লিনিকে বুধবার মারুফ শেখের স্ত্রীর সিজারে বাচ্চা জন্ম দেন। বাচ্চাটির শারীরিক অবস্থা খাপার হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ডাক্তার বৃহস্পতিবার সকালে ফরিদপুরে নিয়ে যেতে বলেন। শিশুটিকে ফরিদপুর নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। তখন ডাক্তার হাসপাতালের ওই ওয়ার্ডে রোগী দেখছিলেন বলে দারোয়ানরা ওয়ার্ডের দরজা বন্ধ করে রাখেন। দরজা খুলতে দেরি হওয়ায় শিশুর স্বজনরা ধাক্কাধাক্কি করে দরজা খোলার জন্য। এ সময় দরজা না খুলে উল্টো তাদের ওপর হামলা চালায়। শিশুটির বাবা বলেন, ‘দারোয়ানের গাফিলতির কারণে বাচ্চাকে ওয়ার্ড থেকে বের করতে দেরি হয়েছে। এটাই আমার সন্তানের মৃত্যুর কারণ। আমি এর বিচার চাই।’ মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শশাঙ্ক চন্দ্র বলেন, হাসপাতালের স্টাফদের সঙ্গে রোগীর স্বজনের হাতাহাতি হয়েছে। কাউকে মারধর করা হয়নি।

সর্বশেষ খবর