Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ নভেম্বর, ২০১৯ ২৩:৩৮

দুই হাজার রোগীর বিনা মূল্যে চক্ষুসেবা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

দুই হাজার রোগীর বিনা মূল্যে চক্ষুসেবা

ধোবাউড়া উপজেলায় বিনা মূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। স্থানীয় দারুল উলূম মাদরাসা মাঠে ওমর ফাউন্ডেশন চিকিৎসা সেবার আয়োজন করে। উদ্বোধন করেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ সালমান ওমর রুবেল। প্রায় ২ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ৪০০ জনের মাঝে চশমা বিতরণ এবং ৩৫০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। সালমান ওমর রুবেল বলেন- প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হয়। ওমর ফাউন্ডেশন এ পর্যন্ত ধোবাউড়া ও হালুয়াঘাটের প্রায় ৪ হাজার রোগীর চোখের ছানি অপারেশন চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. কছিম উদ্দিন, গামারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল শহিদ, প্রভাষক রুকুজ্জামান রুবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাজহারল ইসলাম খোকন প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর