শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউপি চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ভাওরখোলা ইউনিয়নের মেঘনা-হোমনা আঞ্চলিক সড়কের ভাওরখোলার ৮০ মিটার ব্রিজ নামক স্থানে কয়েক হাজার কৃষক এতে অংশ নেন। বক্তৃতা করেন কৃষক আব্দুস সামাদ, রায়হান আহম্মেদ আবুল হোসেন, মনোয়ারা বেগম, ঝর্ণা আক্তার প্রমুখ।

তারা বলেন, বর্ষাকালে আমাদের জমিতে পানি থাকার কারণে ফসল হয় না। এই মৌসুমে আমাদের জমি কানিপ্রতি ৪/৫ হাজার টাকা করে পত্তন নিয়ে আব্বাসী বিসমিল্লাহ মেঘনা মৎস্য ফিশারিজ প্রকল্প নামে মাছ চাষ করেন।

শুকনা মৌসুমে বাকি ৬ মাস আমরা জমিতে চাষাবাদ করি। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসী সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। বলেন, একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।

সর্বশেষ খবর