Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ নভেম্বর, ২০১৯ ২৩:৫৮

সড়কটি চলাচলের অযোগ্য

দিনাজপুর প্রতিনিধি

সড়কটি চলাচলের অযোগ্য

হাকিমপুর উপজেলার চার মাথা থেকে রাঙামাটি সড়কটি কয়েক বছর থেকে বেহাল দশা হয়ে পড়লেও এখনও নির্মাণ বা সংস্কার করা হয়নি। স্থানীয়রা জানান, হাকিমপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চার মাথা থেকে রাঙামাটি পর্যন্ত দুই কিলোমিটারের এ সড়কটির কার্পেটিং উঠে গেছে। জায়গায় জায়গায় ইটও উঠে গর্ত হয়ে পড়েছে। পায়ে হাঁটাতেও দুর্ভোগ। সড়কের বেশিরভাগ জায়গায় গর্ত তৈরি হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। অজ্ঞাত কারণে সড়কটির দুই পাশের গাছগুলো শুকিয়ে মরে গেলেও ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। হাকিমপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক মল্লিক জানান, সড়কটি নির্মাণের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার কাজ শুরু হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর