Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০

নীলফামারীতে গণপ্রকৌশল দিবস উদযাপন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গণপ্রকৌশল দিবস উদযাপন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশলী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও সমাবেশ হয়েছে।

সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান জোয়ার্দার।

গতকাল দুপুরে সংগঠনের স্থানীয় অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া বক্তৃতা করেন। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মোনায়মুল হক, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। একই সভায় ‘লার্নিং বাই ডুয়িং হোক, শিক্ষার ভিত্তি ও আমাদের ভাবনা দু’টি কথায়’ বিষয়ক সংবাদ সম্মেলন করেন আয়োজক সংগঠন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা এতে অংশগ্রহণ করেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর