রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা

বীরত্বের পুরস্কার পাচ্ছে শিক্ষার্থীরা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে দুর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষাকারী শিক্ষার্থীরা সাহসিকতা ও বীরত্বের পুরস্কার পাচ্ছে। সম্প্রতি উপজেলার বড়বড়িয়ায় স্থানীয় কয়েক শিক্ষার্থী রেল লাইনের ভাঙা স্থানে দাঁড়িয়ে মোবাইলের লাল আলো, গায়ের জামা, গামছা উড়িয়ে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।

রাণীনগরের ইউএনও আল-মামুন বলেন, সেই দিন শিক্ষার্থীদের তাৎক্ষণিক বুদ্ধির কারণে ট্রেনে থাকা কয়েক হাজার যাত্রী বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে সেই সব শিক্ষার্থীর তালিকা করা হয়েছে। সাহসী শিক্ষার্থীরা হলো তাইম ইসলাম, বাধন, আরিফ, রাকিব, হিমেল, অন্তর, বিপ্লব ও ইব্রাহীম। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল  জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাদের তাদের সম্মাননা প্রদান করা হবে।

সর্বশেষ খবর