রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘নারী উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে’

পঞ্চগড় প্রতিনিধি

‘নারী উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে’

পঞ্চগড়ের নারীরা ব্যবসা-বাণিজ্যে এখনও পিছিয়ে। এ ব্যাপারে তাদের সহযোগিতা করা হয় না। ব্যবসা ক্ষেত্রে তাদের উৎসাহও দেওয়া হয় না। আগ্রহী নারীদের উৎসাহ আর সহযোগিতা দেওয়া হলে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। জেলার হাজার হাজার বেকার নারী ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়বেন। ফলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এই জেলার নারীরাও। আগ্রহী নারীদের নিয়ে আলোচনা করে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। 

পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১৬তম সাধারণ সভার উন্মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী এই সাধারণ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের  সভাপতি আব্দুল হান্নান শেখ। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ট্রেজারার আব্দুস সামাদ পুলক। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শরীফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান খান বাবলা। পরে সদস্যদের মতামত প্রদানের জন্য উন্মুক্ত আলোচনা হয়। বক্তৃতা করেন আবু সালেক, আক্তারুন্নাহার সাকি, আব্দুল খালেক, শাহাজাহান খান, আহসান হাবিব সরকার প্রমুখ। বক্তারা পঞ্চগড়ে উইমেন চেম্বার গঠনের জন্য নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য আহ্বান জানান। এ ব্যাপারে সভাপতি আব্দুল হান্নান শেখ তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করতে চাই। এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগ্রহীদের যে কোনো ধরনের সহযোগিতাও করতে চায় চেম্বার। তিনি বলেন  পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা কমিটির মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এ জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া সংগঠনটির উন্নয়নের জন্য কমিউনিটি সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর