রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন কিমি সড়কের পুরোটাই বেহাল

নওগাঁ প্রতিনিধি

তিন কিমি সড়কের পুরোটাই বেহাল

নওগাঁর রাণীনগরের আকনা-বড়গাছা তিন কিমি গ্রামীণ সড়কের পুরোটাই খানাখন্দে ভরা। কোথাও সড়ক ভেঙে ও কোথাও পিচ উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জানা যায়, আকনা-বড়গাছা সড়কটি বড়গাছা, দেউলিয়া, মানিকহারসহ ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লোকজন যাতায়াত করেন। শুকনো মৌসুমে কোনোভাবে এ সড়কে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তির শেষ থাকে না। আকনা গ্রামের ইসা, বুলুসহ কয়েকজন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ এই সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি বারবার জানানোর পরও কোনো প্রতিকার মেলেনি। স্থানীয় বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম বলেন, এই রাস্তা সংস্কারের জন্য সব কাগজপত্র উপজেলা প্রকৌশলী অফিসে জমা দিয়েছি। আশা করছি অল্প দিনের মধ্যেই কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, সড়কটি সংস্কারের জন্য দরপত্র প্রদানের কার্যক্রম শেষ দিকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই দরপত্র আহ্বান করা হবে।

সর্বশেষ খবর