মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেটে যুবদলের কমিটি নিয়ে বিএনপিতে বিভক্তি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে যুবদলের কমিটি নিয়ে বিএনপিতে বিভক্তি

প্রায় দুই দশক পর সিলেট জেলা ও মহানগর যুবদলে এসেছে নতুন আহবায়ক কমিটি। যুবদলের এই কমিটি নিয়ে সিলেট বিএনপি এখন দ্বিধাবিভক্ত। যুবদল সূত্রে জানা গেছে, ২০০১ সালে সিলেট জেলা ও মহানগর যুবদলে সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। সে কমিটি দিয়েই পার করে দেওয়া হয় প্রায় দুই দশক। এরপর কেন্দ্র থেকে ১ নভেম্বর জেলা যুবদলে ২৯ সদস্যবিশিষ্ট এবং মহানগরে ২৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি দেওয়া হয়। জেলা শাখায় সিদ্দিকুর রহমান পাপলু আহ্বায়ক ও মকসুদ আহমদ সদস্যসচিব এবং মহানগরে নজিবুর রহমান নজিব আহ্বায়ক ও শাহ নেওয়াজ বক্ত তারেক সদস্যসচিবের দায়িত্ব পান। এ কমিটি নিয়ে সিলেট যুবদল ও বিএনপিতে দেখা দেয় ক্ষোভ। ওইদিন রাতেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় বৈঠকে বসেন বিক্ষুব্ধরা। বৈঠকে কেন্দ্রীয় কমিটি পদত্যাগের সিদ্ধান্ত নেন আরিফ, সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান জামান ও নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী। ২ নভেম্বর ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান এসব নেতা। তবে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেননি ফখরুল। ওই সময় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, সিলেট যুবদলের কমিটির বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ‘সিলেট যুবদলে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই।’ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিএনপিকে ধ্বংস করতে পকেট কমিটি দেওয়া হয়েছে।’ এদিকে, গত ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসের’ আলোচনায় পদত্যাগে আগ্রহী ওই চার নেতার তীব্র সমালোচনা করেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর। কমিটির পক্ষের এই নেতা বলেন, রাজ্জাক, জামান, আরিফ ও শাহরিয়ার বিএনপিতে থেকে আওয়ামী লীগের স্বার্থ দেখছেন। তাই তাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার পরামর্শ দেন।

সর্বশেষ খবর