মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের সংবাদের ভিত্তিতে বেলার জনস্বার্থ মামলা

পার্ক ভাঙার ওপর হাই কোর্টের নিষেধাজ্ঞা

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে পার্ক ভেঙে ১০তলা বহুতল মার্কেট নির্মাণের ওপর হাই কোর্ট সোমবার অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) জনস্বার্থে মামলা করলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার প্রাথমিক শুনানি শেষে এই নিষেধাজ্ঞা জারি করে। আদালতের আদেশে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার ১২৫ নম্বর ঝিনাইদহ মৌজায় সি এস ৭৮৪ নম্বর দাগে অবস্থিত শিশুপার্ক মাঠে পৌরসভার উদ্যোগে বহুতল ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে। নির্মাণ কাজকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে ৬ নম্বর বিবাদী ঝিনাইদহ পৌরসভার মেয়র এবং অন্য বিবাদীদের প্রতি রুল জারি করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে এ নির্মাণ কাজ বন্ধ করে পাবলিক পার্কের (শিশুপার্ক)  শ্রেণি অপরিবর্তিত রেখে ‘পার্ক’ হিসেবে পুনরুদ্ধার, সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের আদেশ প্রদান করে। মামলার অন্য বিবাদীরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগ মহাপরিচালক, ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক, ঝিনাইদহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার অফিসার ইনচার্জ। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মিনহাজুল হক চৌধুরী ও অ্যাড. সাঈদ আহমেদ কবীর। এর আগে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতায় ‘ঝিনাইদহে পার্ক ভেঙে নির্মাণ হচ্ছে মার্কেট’ শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ‘বেলা’ জনস্বার্থে মামলা করলে আদালত এই আদেশ দেয়।

সর্বশেষ খবর