মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিনাজপুরে সেতু রক্ষার দাবি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সদরের মাঝাডাঙ্গা সেতু রক্ষার দাবিতে সেতুর আশপাশের কয়েক গ্রামের মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

মানববন্ধনে বক্তব্য রাখেন বদিউজ্জামান বাদল, আজিমউদ্দিন, নুর হোসেন প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় ওই সেতুর কাছে ৩০-৪০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে গোসল করতে গিয়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কয়েক গ্রামের মানুষের চলাচল          বন্ধ হয়ে যাবে।

সর্বশেষ খবর