মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সেই শিক্ষার্থীরা পেলেন বীরত্বের পুরস্কার

নওগাঁ প্রতিনিধি

বুদ্ধিমত্তা, সাহসিকতা ও বীরত্বের জন্য প্রশংসাপত্র ও শুভেচ্ছা পুরস্কার পেলেন নওগাঁর রাণীনগরে দুর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষাকারী সেই ক্ষুদে শিক্ষার্থীরা। নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন- তাইম, হিমেল, অন্তর, বিপ্লব, ইব্রাহিম, বাধন আরিফ, রাকিব ও লোকমান। এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, তাদের সাহসিকতার পুরস্কার দেওয়া সম্ভব নয়। ভালো কাজে তাদের উৎসাহিত করতেই মূলত এই শুভেচ্ছা উপহার।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যায় রাণীনগরের বড়বড়িয়া নামক স্থানে রেল লাইনের একটি অংশ ভেঙে যায়। ওই এলাকার ক্ষুদে শিক্ষার্থীরা দেখতে পান। এর একটু পরই ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রম করার সময় ছিল।

এর আগেই শিক্ষার্থীরা লাল শার্ট, গামছা, গেঞ্জি যার কাছে যা ছিল তা বাঁশের কঞ্চিতে বেঁধে সংকেত দিয়ে ট্রেন থামান।

সর্বশেষ খবর