মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জনগণের সব সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে : বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় রূপান্তরণ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।  তিনি বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ জনগণের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা করা ও পানির সমস্যা দূর করার চেষ্টা করা হচ্ছে। আড়াইহাজারকে মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠা করতে শতভাগ চেষ্টা করে যাচ্ছি। গতকাল প্রাণ-আরএফএল গ্রুপের পিডিআর কোম্পানির আয়োজনে উপজেলার মিলনায়তনে আড়াইহাজার পৌরসভা এলাকার ৩৯ কোটি ৬৫ লাখ টাকার ১৫টি প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের এমডি আরএন পাল, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী বাশিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফরিদ পাশা, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহম্মেদ মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর