বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পয়ঃবর্জ্যরে ৯৯ শতাংশই পরিবেশ দূষণ ঘটায়

কর্মশালায় বক্তারা

মাগুরা প্রতিনিধি

বাংলাদেশের মানুষ প্রতিদিন ৮০ হাজার টন মল ত্যাগ করে। সঠিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে এই মলের ৯৯ শতাংশই পরিবেশের ভয়াবহ দূষণ ঘটায়। বাড়ে পানিবাহিত রোগ। অথচ এই মল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জৈব সারসহ নানা কাজে লাগানো যেতে পারে। যা রূপান্তরিত হতে পারে সম্পদে।’ মাগুরা পৌরসভা মিলনায়তনে গতকাল এক কর্মশালায় এ মতামত দিয়েছেন আয়োজকরা।

প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস্ ফাউন্ডেশনের সহযোগিতায়  মাগুরা পৌরসভা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন মানুষ অংশ নেয়। সভাপতিত্ব করেন পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান। প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কর্মকর্তারা জানান, উন্নত বিশ্বে পয়ঃবর্জ্যকে জ্বালানিতে রূপান্তর ঘটিয়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশে ইতোমধ্যে ফরিদপুরে একটি বড় আকারের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপিত হয়েছে। মাগুরা শহরতলির শিমুলিয়া এলাকায় তিন একর এলাকাজুড়ে এ ধরনের একটি প্লান্ট স্থাপনের কাজ চলছে। কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক জাহিদুল আমিন বলেন, ‘আমাদের কৃষি জমিতে কমপক্ষে পাঁচ শতাংশ জৈব উপাদান থাকা প্রয়োজন। সেখানে আছে মাত্র দেড় শতাংশ। পয়ঃবর্জ্যরে মাধ্যমে জৈব সার তৈরি করে এ সংকট দূর করা সম্ভব’।

সর্বশেষ খবর