বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্যটকের জন্য উন্মুক্ত ওসমান ভবন

কক্সবাজার প্রতিনিধি

পর্যটকের জন্য উন্মুক্ত ওসমান ভবন

বিশ্বের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের নিজের বসতবাড়ি ‘ওসমান ভবন’ থাকার উন্মুক্ত করে দিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। ওসমান ভবনের ছবিসম্বলিত এ সংবাদটি গতকাল এমপি কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিকের ফেসবুকে প্রকাশিত হলে মুহূর্তেই ভাইরাল হয়।

ওসমান ভবনটি কক্সবাজার শহরের ৮ মাইল পূর্বে দেশের অন্যতম পুরাকীর্তির শহর রামু উপজেলার প্রাণকেন্দ্রে। উপজেলা পরিষদের পাশে মনোরম পরিবেশে সুবিশাল ভবনে এসি/ননএসি বেশ কয়েকটি রুম রয়েছে। শতাধিক পর্যটকের রাত যাপনের পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে বিশাল আঙিনা। সেমিনারের জন্য ভবনের নিচতলায় রয়েছে পরিপাটি হলরুম। রয়েছে শতাধিক লোকের ডাইনিং সুবিধা। বিশাল আঙিনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করতে পারবে ভ্রমণপিপাসুরা। রামু কক্সবাজার জেলার মাঝামাঝি স্থানে হওয়ায় সেখান থেকে যে কোনো পর্যটন স্পট পরিদর্শনে রয়েছে যাতায়াতের সহজ সুবিধা। ওসমান ভবন গত কয়েক বছর ধরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এমপি কমল নিজেই। বাড়িটির নিরাপত্তা সার্বক্ষণিক সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত। এমপি কমল জানান, পর্যটন মৌসুমে যে পর্যটকেরা হোটেলে কক্ষ পাবে না তারা সেখানে গিয়ে অনায়াসে বিনামূল্যে থাকতে পারবেন। তাদের জন্য ফ্রি খাবারেরও ব্যবস্থা রয়েছে। নিয়োজিত থাকবে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক।

সর্বশেষ খবর