বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জটিল রোগে আক্রান্ত ঝুমুর বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জটিল রোগে আক্রান্ত ঝুমুর বাঁচতে চায়

জটিল রোগে আক্রান্ত হয়েছেন বগুড়া পৌরসভার ছোট বেলাইল গ্রামের কৃষক সুলতান প্রামাণিকের মেয়ে সাবিনা ইয়াছমিন ঝুমুর (২৫)। তার নাক, কান ও চোখ দিয়ে রক্ত ঝরছে। দু-তিন দিন পর পর শরীরে রক্ত দিতে হচ্ছে। শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতালেব হোসেন জানান, এটি ব্লাড ডিজিজ। বিভিন্ন কারণে এটি হতে পারে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিছু বলা যাবে না। ঝুমুরের বাবা জানান, এক মাস আগে এক দিন সকালে মেয়ের প্রচন্ড জ্বর আসে। বিকালে নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে সাত দিন ভর্তি থাকার পর চিকিৎসক ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগ ধরা না পড়ায় বাড়িতে নিয়ে আসা হয়। দুই সপ্তাহ ধরে নাক, কান ও চোখ দিয়ে রক্ত ঝরছে। সপ্তাহে দু-তিন বার রক্ত দিতে হচ্ছে। মেয়ের চিকিৎসার খরচ যোগানো কঠিন হয়ে পড়েছে। প্রায় ৬ বছর আগে ঝুমুরের বিয়ে হয়। তার চার ও দেড় বছর বয়সী দুই  মেয়ে রয়েছে।

সর্বশেষ খবর