বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সম্মেলন ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পঞ্চগড় আওয়ামী লীগ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দেখা দিয়েছে কোন্দল। ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার রাতে চেম্বার অব কমার্স মিলনায়তনে এক পক্ষ সংবাদ সম্মেলন করে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেন। গতকাল পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি। সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এটিএম সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইনবিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিকসহ ওয়ার্ড ও ইউনিয়ন নেতা-কর্মীরা। বক্তারা অভিযোগ করেন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছে না। এক সময়ের বিএনপি, জামায়াত ও ফ্রীডম পার্টির নেতা-কর্মীকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। একাধিক প্রার্থী থাকলেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে না।

অন্যদিকে গতকাল সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ অস্বীকার করেছে সদর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি। বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিপেন চন্দ রায়, জাকির হোসেন। বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ চার সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে। এই কমিটি বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে সম্মেলন করে আসছে। সম্মেলনগুলোতে গঠনতন্ত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা এবং জেলা আওয়ামী লীগের পরামর্শ মেনেই কমিটি গঠন করা হচ্ছে। কিছু নেতা বিভ্রান্তিকর কথা বলে চলমান সম্মেলনকে বাধাগ্রস্ত, বিতর্কিত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

সর্বশেষ খবর