বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আবারও বসবে বাঘাইহাট

রাঙামাটি প্রতিনিধি

৯ বছর ১০ মাস পর অবসান হলো পাহাড়ি-বাঙালি বিরোধ। আবারও বসবে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট। এ খবরে এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আনন্দে ভাসছে স্থানীয় ব্যবসায়ীরা। বাঘাইহাটে আগামী রবিবার বসবে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির হাট।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল জানান, দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়েছে। ১৯৬০ সালে চালু হয় বাঘাইহাট। তখন এ বাজারে শুধু পাহাড়ে উৎপাদিত সবজির হাটই বসতো না, বসতো পাহাড়ি-বাঙালির মিলনমেলাও। ২০১০ সালে তুচ্ছ ঘটনায় বাঘাইহাটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটে সহিংস ঘটনা। তখন দুর্বৃত্তের আগুনে প্রায় নয়টি গ্রামের ৪১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। আহত হন অর্ধশত মানুষ। এ ঘটনার জন্য স্থানীয়রা একে অপরকে দায়ী করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা কয়েকটি দাবি নিয়ে বাঘাইহাট বাজার বর্জনের ডাক দেন। এর পর আর হাটটি চালু করা যায়নি। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে অবসান হয় এ বিরোধের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর