বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গাজীপুর থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

গাজীপুর থেকে অপহৃত শিশুকে সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাব। ১২ দিন আগে গাজীপুর চান্দুরা চৌরাস্তা এলাকায় নানীকে চেতনানাশক খাবার খাইয়ে ১০ বছরের ওই মেয়েশিশুকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পরে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল তারা। গতকাল ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমার নিশ্চিন্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় অভিযুক্ত তাহের আলীকে (২০)। সে শিশুটিকে আটকে রেখে ধর্ষণও করেছে। গতকাল র‌্যাব-৯-এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম জানান, ৩১ অক্টোবর ১০ বছরের নাতনিকে নিয়ে শপিংয়ের জন্য গাজীপুর চান্দুরা চৌরাস্তায় যান এক নারী। এ সময় দুই ব্যক্তি তাদের নাশতা করার প্রস্তাব দেয়। তাদের ফুসলিয়ে রেস্টুরেন্টে নিয়ে চেতনানাশক মিশিয়ে নাশতা করায়। এরপর নানীকে ফেলে রেখে শিশুটিকে অপহরণ করে। সঙ্গে নানীর মোবাইল ফোনও নিয়ে যায়। জ্ঞান ফেরার পর অন্য মোবাইল দিয়ে নানী তাঁর মোবাইলে ফোন দিলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

না পেলে নাতনিকে প্রাণে মারারও হুমকি দেয়। এ ঘটনায় ৭ নভেম্বর নানী বাদী হয়ে গাজীপুরের বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারী চক্রের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল ভোররাতে দক্ষিণ সুরমার নিশ্চিন্তপুরে অভিযান চালিয়ে তাহের আলী নামে এক অপহরণকারীকে আটক করে র‌্যাব। উদ্ধার করা হয় অপহৃত শিশুটিও। উদ্ধারের পর শিশুটি জানায়, তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণও করা হয়েছে। অপহরণকারীরা তাকে ১ লাখ টাকায় বিক্রিরও চেষ্টা করেছিল।

সর্বশেষ খবর