শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাক্তারের অবহেলায় মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার বাগআঁচড়ার ‘জোহরা’ এবং বেনাপোল বাজারের ‘রজনী’ ক্লিনিকে ডাক্তারের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার বিকালে শার্শা উপজেলার হাসান আলীর স্ত্রী রেহেনাকে জোহরা ক্লিনিকে ভর্তি করা হয় সিজারিয়ান অপারেশনের জন্য। পরিবারের দাবি, অপারেশনের সময় গর্ভে সন্তানের মাথা কেটে যায়। এতে নবজাতকের মৃত্যু হয়। অপরদিকে বেনাপোলের রজনী ক্লিনিকে মারা যাওয়া নবজাতকের নানা আনোয়ার রহমান জানান, তার মেয়ের প্রসব বেদনা উঠলে বুধবার সকালে রজনী ক্লিনিকে ভর্তি করেন। সেখানে আলট্রাসনো করে জানায় মা-শিশু সুস্থ আছে। সকাল থেকে রোগী বসিয়ে রেখে সন্ধ্যায় ডাক্তার এসে সিজার করেন। সিজারে দেরি হওয়াতে নবজাতক মারা যায়। জোহরা ক্লিনিকের অভিযুক্ত ডাক্তার হাবিবুর রহমান বলেন, ‘বাচ্চা মাতৃগর্ভেই মারা গেছে।’ রজনী ক্লিনিকের ডাক্তার আসাদুজ্জামান বলেন, প্রসূতির ডায়াবেটিকস ছিল। এমন রোগীর সিজারে ঝুঁকি থাকে।

সর্বশেষ খবর