শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাবিপ্রবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকবে কোটা

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. আবুল কাসেম বলেছেন, ‘এবার থেকে হাবিপ্রবিতে ভর্তিচ্ছু প্রতিবন্ধীদের জন্য কোটা নির্ধারণ করা হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরা বেশি কাজ করে। কিন্তু তাদের মূল্যায়ন হয় না। উল্টো তারাই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন।’  বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গতকাল ‘মর্যাদায় গড়ি সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করছিলেন তিনি। সভাপতিত্ব করেন প্রফেসর বিকাশ চন্দ্র সরকার।

সর্বশেষ খবর