শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন বাল্যবিয়ে বন্ধ

প্রতিদিন ডেস্ক

নাটোরের গুরুদাসপুর, ঠাকুরগাঁওয়ের সদর ও পটুয়াখালীর গলাচিপায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে তিন বাল্যবিয়ে। জেল-জরিমানা করা হয়েছে বর ও কাজীকে। প্রতিনিধিদের খবর- নাটোর : গুরুদাসপুর উপজেলার রওশনপুর উত্তরপাড়া গ্রামে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিয়ে। বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। ঠাকুরগাঁও : বাল্যবিয়ে অনুষ্ঠানের সময় বর ও কাজীকে আটক করে কারাদ  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল-মামুন এ আদালত পরিচালনা করেন। জানা যায়, উপজেলার আরাজি কৃষ্টপুর গ্রামের মাইনুদ্দিনের মেয়ের (১৬) সঙ্গে সরকারপাড়ার আবুল হোসেনের ছেলে আল আমিনের বিয়ের প্রস্তুতি চলছিল। সন্ধ্যায় বরপক্ষ কনের বাড়ি আসে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ইউএনও। গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ফাতেমা আক্তার সুনজা (১৩)। বুধবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার মুসলিমপাড়ার সোহেলের মেয়ে সুনজার সঙ্গে দুলালের ছেলে মনিরের বিয়ের প্রস্তুতি চলছিল। ইউএনও পুলিশ নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করেন এবং পরিণত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর