শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

৬ দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩০ ইটভাটা

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ছয় দিনের অভিযানে ৩০টি ইটভাটার দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জব্দ ইট, বালু ও কয়লা প্রায় ৪৫ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়। এতে শীতলক্ষ্যার পশ্চিম তীরে প্রায় ৩০ একর জমি উদ্ধার করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত ৪ নবেম্বর থেকে ৬ এবং ১২ থেকে ১৪ নবেম্বর পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে শিমুলিয়া, বেলদী ও খৈসাইর এলাকায় ৩০ ইটভাটা ছাড়াও বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর