শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। এছাড়া গোপালগঞ্জ ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুইজন। কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। তারা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কাজা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ও পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ (৫৫) এবং পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মেহেরথান বাড়ির আব্দুল গফুরের ছেলে বোরহান উদ্দিন (৩৮)। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে কটিয়াদী উপজেলার মানিকখালী রেলস্টেশনের কাছে ম-লভোগ রেলক্রসিংয়ে। গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রলি চাপায় মোল্লা মনিরুজ্জামান মুন্নু (৫৯) নামে এক খাদ্য পরিদর্শক নিহত হয়েছেন। গতকাল সকালে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরতলির লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ পূর্বপাড়া গ্রামের চান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। নরসিংদী : নরসিংদীর পলাশে ট্রলির নিচে পড়ে রবিন মিয়া (১৭) নামে এক ট্রলি গাড়ির চালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাংগা ইউনিয়নের শান্তান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন মিয়া নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।লক্ষ্মীপুরে আহত ১৩ : লক্ষ্মীপুরে যাত্রীবাহি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছে অন্ততপক্ষে ১৩ যাত্রী। গতকাল সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াপদা অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর