শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

টিফিনের টাকায় ৫৫ হাজার গাছের চারা রোপণ

নাটোর প্রতিনিধি

টিফিনের টাকায় ৫৫ হাজার গাছের চারা রোপণ

গাছ হাতে শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

একটি উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিনে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ দৃষ্টান্ত। গতকাল সকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফ্্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৫৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, ড. মো. জগলুল হোসেন, আনোয়ার পারভেজ, পৌরমেয়র কেএম জাকির হোসেন, ডক্টর ফাদার শংকর ডমিনিক গোমেজ, আবুল কালাম মো. আজাদ ও জুবায়ের আল মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর