শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজয়পুর স্থলবন্দর চালুর দাবি

নেত্রকোনা প্রতিনিধি

দুর্গাপুর উপজেলার বিজয়পুরে বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দরটি চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল নেত্রকোনা জেলা প্রেস ক্লাব ক্যান্টিনে বিজয়পুর স্থল বন্দর উন্নয়ন কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানায়। কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভারত থেকে কয়লা ও পাথর আমদানির জন্য এই স্থল বন্দর চালু করা হয়। ২০১৫ সাল থেকে বন্দরটি বন্ধ হয়ে যায়।

প্রমত্তা সোমেশ্বরী নদী ভাঙনের হাত থেকে বন্দরের অবকাঠামো রক্ষার জন্যও দাবি জানানো হয়।

কমিটির সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন ফকিরসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ী ও নেত্রকোনার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর