রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

উজিরপুরে বিদ্যুৎ সরবরাহ ৭ দিনেও স্বাভাবিক হয়নি

‘বুলবুলের’ তান্ডব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ তান্ডবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি এক সপ্তাহেও। এখনও অন্ধকারে রয়েছেন উপজেলার প্রায় দুই লাখ মানুষ। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ওই এলাকায় বন্ধ রয়েছে ছোট-মাঝারি কল-কারখানা। দুর্ভোগের শিকার হচ্ছেন ওই এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। কবে নাগাদ উজিরপুরের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তা-ও বলতে পারছেন না দায়িত্বশীলরা। গত ১০ নভেম্বর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে গাছ উপড়ে এবং ভেঙে উজিরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উপজেলার ৯ ইউনিয়নের সব জায়গায়ই কমবেশি বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের খুঁটির উপর গাছ পড়ে বেশি ক্ষতি হয় বামরাইল এলাকায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় পোল্ট্রি খামারিরা পড়েছেন মহাবিপাকে। মরে যাচ্ছে খামারের মুরগি। ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন এ সব যানের চালকরা।  মোবাইল ফোনের নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। শোলক ইউনিয়নের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির জানান, তার ইউনিয়নের অধিকাংশ মানুষ এখনও অন্ধকারে। বামরাইল ইউনিয়নের হস্তিশু- কাজিরা গ্রামের মনির মাস্টার জানান, সাত দিন ধরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের মধ্যে দিন পার করছেন তিনিসহ আশপাশের এলাকার মানুষ। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উজিরপুরের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের ১৭৫টি খুঁটি উপড়ে ও ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত লাইন স্বাভাবিক করতে পল্লী বিদ্যুতের কর্মীরা দিনরাত কাজ করছেন। অন্য জেলা থেকেও লোকবল এনে কাজ করানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

সর্বশেষ খবর