রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় নয়, প্রেমের কারণে খুন হয় শরীফ

কুমিল্লা প্রতিনিধি

২০১৬ সালের ১০ অক্টোবর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোলাচৌ গ্রামের সিরাজুল হকের ছেলে শরিফুল ইসলাম শরিফের (২২) লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। লাশটি উদ্ধারের পর ট্রেনের ধাক্কায় মারা গেছে এমন ধারণা নিয়ে রেলওয়ে থানা পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে লাশের শরীরে অসংখ্য আঘাত আর হাত ভাঙা দেখে কিছুতেই বিষয়টি দুর্ঘটনা বলে মেনে নিতে পারেননি শরীফের পিতা সিরাজুল হক। ২০১৭ সালের ৭ নভেম্বর কুমিল্লার আদালতে ছেলে শরীফকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে একটি মামলা দায়ের করেন সিরাজ। সে সময় আদালত মামলাটি আমলে নিয়ে ফের লাকসাম রেলওয়ে থানা পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশ প্রদান করেন। দীর্ঘ তদন্তের পর রেলওয়ে থানা পুলিশ শরিফ ট্রেনের ধাক্কায় দুর্ঘটনায় মারা গেছে বলে মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করে আদালতে। এরপর পুলিশর প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী সিরাজ। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে নির্দেশ দেয়। পিবিআইয়ের তদন্তে বের হয় ট্রেনের ধাক্কায় নয়, এক মেয়েকে ভালোবাসার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিলো শরীফকে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পিবিআই। এদের মধ্যে এক আসামি জিজ্ঞাসাবাদে ওই খুনের নেপথ্য কাহিনী স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর