রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভোলায় মাটি হয়ে গেছে শত কোটি টাকার কাঁচা ইট

ভোলা প্রতিনিধি

ভোলায় মাটি হয়ে গেছে শত কোটি টাকার কাঁচা ইট

পলিথিন দিয়ে রক্ষা করা গেল না। মাটির সঙ্গে মিশে গেছে কাঁচা ইট

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা তিন দিনের ভারি বর্ষণ এবং অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার শতাধিক ইটভাটা। মাটি হয়ে গেছে পোড়ার অপেক্ষায় থাকা কয়েক কোটি কাঁচা ইট। এতে শত কোটি টাকার লোকসানে পড়েছেন ইট ভাটার মালিকরা। বরাবরের মত এবারও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ভোলা জেলায় ১২৫ টি ইট ভাটায় ইট তৈরির কাজ শুরু হয়েছিল। ভাটার মালিকদের দেওয়া তথ্য মতে আর হয়তো দুই এক সপ্তাহের মধ্যে ইট পোড়ানো শুরু হতো। আবহাওয়া অনুকূলে থাকায় মালিকরা অধিক লাভের স্বপ্ন দেখছিল। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় বুলবুলের থাবায় তাদের সেই স্বপ্ন মাটি হয়ে গেছে। একটানা তিন দিনের ভারি বৃষ্টি এবং অতি জোয়ারের পানিতে ভোলার ইট ভাটাগুলোতে তৈরি করা কাঁচা কয়েক কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এছাড়াও বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইট ভাটার জ¦ালানি কয়লা। এতে শত কোটি টাকার লোকসান গুনতে হবে ভাটা মালিকদের।

সর্বশেষ খবর