রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘কাঁচাপাট রফতানি বন্ধের সিদ্ধান্তে পাট ব্যবসায় ধস নেমেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কাঁচাপাট ব্যবসায় আবার পূর্বের ঐতিহ্য ফিরে পাবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পাট রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান শেখ সাঈদ আলী। তিনি বলেন, বার বার কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণেই দেশে পাট ব্যবসায় ধস নামছে। তবে পাট ব্যবসার এই সংকটময় পরিস্থিতিতে এখনও দেশে ৭০ থেকে ৮০ লাখ বেল পাট উৎপাদন হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর মাত্রা ছাড়িয়ে আরও বিপুল পরিমাণ পাট উৎপাদন হবে। এতে করে কাঁচাপাট ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের ভাগ্য ফিরে আসবে বলেও মনে করেন তিনি। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের আফজাল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত ৫৩তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান শেখ সাঈদ আলী এ সম্ভাবনার কথা জানান।

সর্বশেষ খবর