সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস করতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেছেন, ‘স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাবা-মা যেমন সন্তানের জন্য সঞ্চয় করেন ঠিক তেমনি স্কুলগামী শিক্ষার্থীরা সঞ্চয়ের মাধ্যমে তাদের নিজস্ব মূলধন করার অভ্যাসই হলো স্কুল ব্যাংকিং। ছোট ছোট সঞ্চয়ের মধ্য দিয়ে একদিন বড় মূলধনের সৃষ্টি করা-যা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে।’ ‘আজকের সঞ্চয় উজ্জ্বল ভবিষ্যৎ’ এই স্লোগানে গতকাল এনসিসি ব্যাংকের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কর বিতরণকালে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর