মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়কে মা-মেয়েসহ ৯ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে মা-মেয়েসহ ৯ প্রাণহানি

নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ে এবং নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিন যুবক। এছাড়া সিলেট, বগুড়া ও কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেছে আরও চারজনের। পিরোজপুরে বাস খালে পড়ে আহত হয়েছেন ২০ যাত্রী। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- আদুরী বেগম (২৫) ও তার মেয়ে শম্পা (৬)। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী শহীদুল ইসলাম ও আরেক মেয়ে পারভীন আক্তার। হতাহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার ধোপাইপুর গ্রামে। নোয়াখালী : সোনাইমুড়ি উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। সোনাইমুড়ির আফানিয়া এলাকায় বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেগমগঞ্জের নাজিরপুর গ্রামের টিপু, জাবেদ ও আলীপুরের হারুন। বগুড়া : আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত আমিনুল ইসলাম আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। আমিন উপজেলার দেলুঞ্জ গ্রামের কছিম উদ্দীনের ছেলে। সিলেট : ওসমানীনগরে কাভার্ড ভ্যানচাপায় তাওহিদা বেগম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কের চক আতাউল্লাহ নামক স্থানে গতকাল সকালে দুর্ঘটনাটি ঘটে। তাওহিদা চক আতাউল্লাহ গ্রামের আব্দুল মতিনের মেয়ে। এদিকে বিশ্বনাথ উপজেলায় ট্রাকচাপায় মারা গেছেন আতাউর রহমান (১৫) নামে এক কিশোর। আতাউর লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।  কিশোরগঞ্জ : বাজিতপুরে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত লাউত মিয়ার বাড়ি নেত্রকোনার খালিয়াজুরিতে।

 উপজেলার ফজলুর ছেলে।

পিরোজপুর : জেলার ইন্দুরকানীতে ট্রাকের ধাক্কায় গতকাল যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর