মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এমপি লিটন হত্যা মামলার যুক্তিতর্ক

গাইবান্ধা প্রতিনিধি

আলোচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে। গতকাল গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের আদালতে সাক্ষী ও আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক বেলা ১১ টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। আজ মঙ্গলবার আবারও যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, মামলার এজাহার, আসামি ও সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী, অস্ত্র উদ্ধারসহ নানা দিক আলোকপাত করে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। পিপি আরও বলেন, যুক্তিতর্ক শেষ হলে এ মাসেই মামলার রায় ঘোষণার দিন তারিখ নির্ধারণ করতে পারেন আদালত। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি লিটন।

 এ ঘটনায় অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লিটনের বড় বোন ফাহমিদা কাকুলী সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।            

সর্বশেষ খবর