মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মালয়েশিয়ায় বন্দী ইয়ারকে জীবিত ফেরানোর দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক হন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইয়ার হোসেন (৩৪)। চার মাস ধরে তিনি দেশটির সারোয়াক প্রদেশে কারাবন্দী রয়েছেন। অমানবিক নির্যাতনের শিকার ইয়ারের অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাকে জীবিত দেশে পাঠানোর দাবি জানিয়েছে স্বজনরা। মা ছেলের জন্য বার বার মুর্ছা যাচ্ছেন। ইয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া গ্রামের হাসান মিয়ার ছেলে। ইয়ার হোসেনের ভাই কামাল জানান, চার মাস আগে আটক হওয়ার পর জেলে অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে কিছুদিন আগে জেল থেকে পালিয়ে যায় ইয়ার। গত শনিবার পুলিশ তাকে আবার আটক করে মারধর শেষে হাসপাতালে ভর্তি করেছে। ভাই এখন বেঁচে আছে নাকি মরে গেছে জানি না। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, যদিও ইয়ার পুনরায় অপরাধ করেছে, তারপরও তাকে দেশে পাঠানোর চেষ্টা চলছে। বিষয়টি পুলিশ ও ইমিগ্রেশন গুরুত্বের সঙ্গে দেখছে।

সর্বশেষ খবর