বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

উত্তর কাদ্রা-বিনই সড়ক ১০ বছর ধরে বেহাল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

উত্তর কাদ্রা-বিনই সড়ক ১০ বছর ধরে বেহাল

লাকসাম পৌরসভার উত্তর কাদ্রা-বিনই সড়কটি ১০ বছর ধরে বেহাল পড়ে আছে। এ সড়কে চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। ভোগান্তি লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। জানা যায়, উত্তর কাদ্রা-বিনই সড়কটি ২০০৪ সালে পাকা করা হয়। এর ৪-৫ বছর পর সড়কের পিচ উঠে সৃষ্টি হয় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে চলাচল। সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশির ভাগই ভাঙা। কোথাও পিচ উঠে গেছে, কোথাও ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে সড়কের পাশে পুকুর আছে সেখানে ভেঙে পড়ে প্রশস্ততা কমছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদায় একাকার হয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে সড়কটির দুরবস্থার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী পৌর কার্যালয়ে লিখিত আবেদন দেওয়ার পরও এ সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় কাদ্রা গ্রামের ফরিদ হোসেন জানান, লাকসাম পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে। আমাদের চলাচলের এ সড়কটি সংস্কার হলে এলাকাবাসী খুবই উপকৃত হবে। লাকসাম পৌরমেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। পর্যায়ক্রমে এ সড়কটিও সংস্কার করা হবে।

সর্বশেষ খবর