বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক

বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভিসি ড. খোন্দকার নাসির উদ্দিনের ঘুষ, ভর্তি ও নিয়োগ বাণিজ্যসহ মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক শেখ ফানাফিল্যা গতকাল বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত কাজ শুরু করেন। এ দিন সকালে ফানাফিল্যা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের একটি করে ফরম দেওয়া হয়েছে। ওই ফরমে সাবেক উপাচার্যের দুর্নীতির কোনো তথ্য থাকলে লিখিতভাবে তা জানাতে বলা হয়েছে।

এদিকে সাবেক উপাচার্য নাসিরউদ্দিনের সময়ে বিভিন্ন কাজ সরেজমিনে পরিমাপ গ্রহণে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বন           বিভাগের কর্মকর্তাদের তদন্ত কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত থাকতে বলা হয়। উল্লেখ্য, নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন।

সর্বশেষ খবর