বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিক্ষোভে উত্তাল বাগেরহাট ম্যাটস

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) কর্মচারীদের হাতে ছাত্রী হয়রানির প্রতিবাদে সোমবার রাত থেকে চলা বিক্ষোভ গতকাল দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল। অব্যাহত বিক্ষোভের মুখে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মচারীদের বহিষ্কার ও শাস্তিসহ ছয় দফা দাবি আদায়ে  অনড় রয়েছেন।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ম্যাটস ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজনা দেখা দিলে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রীদের যৌন নির্যাতনের সঙ্গে জড়িত কর্মচারীদের বহিষ্কার ও শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য দাবির মধ্যে আছেÑ পুরুষ কর্মচারীদের ছাত্রীহোস্টেল ও পরীক্ষা হলে প্রবেশাধিকার না দেওয়া, অধ্যক্ষের ক্যাম্পাসে থাকা এবং শিক্ষার্থীদের উপর কর্মচারীদের খরবদারি বন্ধ করা। বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রকিব জানান, কর্মচারীদের হাতে মেয়েদের যৌন হয়রানির ঘটনা তদন্তে রাতেই ডা. সমিরকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, সোমবার রাতে মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে আন্দোলনে নামেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের আন্দোলন চলেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন আছে।

সর্বশেষ খবর