বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বগুড়া ও সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিদিন ডেস্ক

বগুড়া ও সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় গতকাল রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

বগুড়া ও সিরাজগঞ্জে গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বগুড়ায় রেলওয়ের জায়গায় থাকা দুই শতাধিক দোকানঘর ও অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বগুড়া শহরের সূত্রাপুর মৌজার স্টেশন সড়কের পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

এদিকে সিরাজগঞ্জ সলঙ্গা হাট পেরিফেরির জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমানের নেতৃত্বে অভিযানে প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। এ সময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড. তাজুল হুদা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মতিন ও ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শের মোহাম্মাদসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রায়গঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান জানান, সলঙ্গা হাট পেরিফেরির ৩৩.৩৩ একর জায়গা রয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি জায়গা অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করেছে। ১ মাস আগে ২১৪টি ব্যবসা প্রতিষ্ঠানসহ অবৈধ ঘর-বাড়িতে লাল চিহ্ন করে দিয়েছিলাম। না সরানোর কারণে ভেঙে দেওয়া হলো।

সর্বশেষ খবর