বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
নড়াইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

নিরাপদ পানি পাবে ২ লাখ লোক

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পৌরসভার কাছে হস্তান্তর করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গতকাল শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত ৩৫০ ঘনমিটার শোধন ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি হস্তান্তর করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের সভাপতিত্বে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল পৌরসভায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি শোধনক্ষমতা সম্পন্ন। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির পরিশোধিত পানি আঞ্চলিক গবেষাগার খুলনায় পরীক্ষা করে ওই পানি পানযোগ্য হওয়ায় এটি পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নড়াইল পৌর এলাকায় প্রায় দুই লাখ লোক পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানির আওতায় আসবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মেদ জানান, পৌর এলাকায় স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি একটি যুগোপযোগী পদক্ষেপ।

সর্বশেষ খবর