বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিশুটির দায়িত্ব কে নেবে!

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধর্ষণের শিকার হয়ে জন্ম দেওয়া সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কিশোরী মা (১৩) ও স্বজনরা। কিশোরীর গরিব বাবা-মা নবজাতকের ভরণপোষণ নিয়ে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় তারা শিশুটির দায়িত্বভার অন্য কাউকে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ঠাকুরগাঁও মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে গত ২৭ অক্টোবর রাতে ওই কিশোরী মেয়ে সন্তান প্রসব করেন। এর আগে ধর্ষণের অভিযোগে ধুকুরঝাড়ি টাকাহারা এলাকার মোহিন চন্দ্রের বিরুদ্ধে মামলা করেন। মোহিন গতকাল পর্যন্ত গ্রেফতার হননি। শিশুটির নানা বলেন, তিনি অর্থাভাবে নবজাতকের ভরণপোষণ ঠিকভাবে করাতে পারছেন না। এ কয়েক দিনে শিশুটির দুধ, চিকিৎসা ও ওষুধের পেছনে কয়েক হাজার টাকা খরচ হয়েছে। এত টাকা জোগাড় করা তার পক্ষে কষ্টকর। নানি বললেন, ‘কী করিমো, এলা ওক (শিশুটি)-তো ফেলা দিবা পারু না। ছুয়াটার (শিশু) কী দোষ।’ আক্ষেপ করে তিনি জানান, তারা গরিব মানুষ। বাচ্চার মুখ দেখে কি পেট ভরবে? তারা বাচ্চাটি অন্য কাউকে দিতে চান। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহিন চন্দ্র গত বছর ডিসেম্বরে ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ কথা কাউকে বললে তাকে হত্যার হুমকি দেয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই আমজাদ হোসেন বলেন, ‘ডিএনএ টেস্টের অপেক্ষায় আছি। আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করাতে পারলেই অভিযোগপত্র দাখিল করতে পারব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর