শিরোনাম
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এমপি লিটন হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

গাইবান্ধা প্রতিনিধি

বহুল আলোচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় রাষ্ট্র পক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক গতকাল শেষ হয়েছে। আগামী ২৮ নভেম্বর মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।

গত সোমবার আদালতে আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন যুক্তিতর্ক শেষ না হওয়ায় গতকাল দ্বিতীয় দিন তিন ঘণ্টাব্যাপী যুক্তিতর্ক করেন উভয় পক্ষের আইনজীবীরা। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আগামী ২৮ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন বিচারক। ২০১৮ সালের ৮ এপ্রিল আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ২০১৯ সালের ৩১ অক্টোবর। আদালতে মামলার বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ ৫৯ জন সাক্ষ্য দিয়েছেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে গুলিতে নিহত হন এমপি লিটন।

সর্বশেষ খবর