বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রবীণদের অধিকার রক্ষার দাবি

নাটোর প্রতিনিধি

সিনিয়র সিটিজেন বা প্রবীণদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও অধিকার রক্ষার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে প্রবীণ সমাজ। জেলা প্রেস ক্লাবের সামনে গতকাল এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক প্রবীণ নারী-পুরুষ। ৬০ বছরের অধিক বয়স্কদের সিনিয়র সিটিজেন মর্যাদা, সরকারি হাসপাতালে প্রবীণদের জন্য পৃথক বিভাগ, গ্রেফতারের সময় হ্যান্ডকাপ বা দড়ি না পরানো, কারাগারে প্রবীণদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা লক্ষ্য রাখা, প্রবীণদের বিরুদ্ধে আনা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন, পৃথক প্রবীণ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, পিতা-মাতার ভরণপোষণ আইনের ব্যাপক প্রচারসহ বিভিন্ন অধিকার নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর