বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাল্যবিয়েমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার উদ্যোগ

ময়মনসিংহ প্রতিনিধি

মুজিব বর্ষকে সামনে রেখে বাল্যবিয়েমুক্ত বিভাগ গড়ার উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগের চার জেলা (শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ) ও সব উপজেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে জেলা ও উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, কাজী, ইমাম, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন। জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নপর্যায়ে দায়িত্বশীলদের নিয়ে কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা পোস্টার, লিফলেট বিতরণ করবে। এক্ষেত্রে ফান্ড গঠন করা হবে। সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সাইনবোর্ড ঝুলানো হবে। গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সভাপতির বক্তব্যে এ সব তথ্য তুলে ধরেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমশিনার নিরঞ্জন দেবনাথ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর