বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়কে গেল ৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে গেল ৯ প্রাণ

ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য এবং এক শিশু রয়েছে। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলায় পুলিশের টহল গাড়িতে ট্রাকের ধাক্কা নূর হোসেন (৩৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন এক এএসআইসহ আরও তিনজন। বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের আবদুল হকের ছেলে। দিনাজপুর : চিরিরবন্দর উপজেলার খেড়খাটি গ্রামে গতকাল বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবলীগ কর্মীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান এবং যুবলীগ কর্মী দেবেশ চন্দ্র। গাইবান্ধা : গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া ব্রিজ এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসের হেলপার নাজিম মিয়া (২০) বাসের দরজা থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাজিম গোবিন্দগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা যান তোজাম্মেল হোসেন (৬৫)। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের সিঙ্গারবিল এলাকায় গতকাল পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। হানিফ ওই এলাকার আবদুল মালেকের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। সিরাজগঞ্জ : সলঙ্গা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কের রাস্তা পারাপারের সময় গতকাল সকালে লেগুনাচাপায় মারিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চড়িয়া উজির সাওপাড়ার আমিনুল ইসলাম বাবুর মেয়ে। কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি নামক স্থানে গতকাল বিকালে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- বিগন (২৭) ও আল আমীন (৩৫)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর