বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্ট-সাসেক চুক্তি সই

রংপুর প্রতিনিধি

সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনিক কো-অপারেশনের (সাসেক) দুটি প্রকল্পের আওতায় বড় দরগা বাসস্ট্যান্ড থেকে রংপুর পর্যন্ত ২৩ দশমিক ৮ কিলোমিটার চার লেন রোড উন্নয়নে ব্রিজ, কালভার্ট, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণে ব্যবহার হবে দেশের সেরা বসুন্ধরা সিমেন্ট। এ লক্ষ্যে গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের চুক্তি সই হয়েছে। সন্ধ্যায় রংপুর নগরীর হোটেল নর্থ ভিউয়ে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সিএমও খন্দকার কিংশুক হোসেন এবং সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডেঙ ডিজিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের প্রকিউরমেন্ট ম্যানেজার ডন ইয়ানলিয়াং ডিপিএম, ম্যাটেরিয়াল ম্যানেজার ওয়াং, বসুন্ধরা সিমেন্টের আশিক আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর