শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেলায় রমরমা লটারিবাণিজ্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় আজাদ মেলায় রমরমা লটারি বাণিজ্যের অভিযোগ উঠেছে। এলাকায় দিনভর মাইকিং করে বিক্রি করা হয় লটারি। পিইসি পরীক্ষা চলমান অবস্থায় মেলা এবং লটারিবাণিজ্য চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে মেলা বন্ধের দাবি জানিয়েছে জেলাবাসী। জানা যায়, গত ১১ নভেম্বর রুহিয়া আজাদ মেলা শুরু হয়। তখন আমন্ত্রিত অতিথিরা এ মেলার ঐতিহ্য ধরে রাখতে আয়োজক কমিটিকে নির্দেশ দেন সেখানে গরু-মহিষের হাট, শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাসহ ব্যবসা-বাণ্যিজের প্রসার ঘটনোর উদ্যোগ নিতে। কিন্তু তারা মেলার নামে শুরু করেছে নৃত্য, যাত্রাপালা ও লটারির জমজমাট বাণিজ্য। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০-৩০টি অটোবাইকযোগে মাইক নিয়ে লটারি বিক্রি করা হচ্ছে জেলাজুড়ে। দিন শেষে শুরু হয় ড্র। চলে রাত ১টা পর্যন্ত। আর নৃত্য যাত্রা চলে সারারাত। এ সব আবার স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পিইসি পরিক্ষার্থীরা পড়ালেখায় মনযোগী না হয়ে টিভির পর্দায় লটারি অনুষ্ঠান দেখছে। মেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র সেন জানান, মেলায় তেমন কেনাবেচা নেই। তাই লটারি চালিয়ে মেলা পরিচালনার জন্য কিছু টাকা আয় করছি মাত্র। আমরা সচেতনভাবেই মেলা পরিচালনা করছি। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন জানান, মেলায় লটারির অনুমতি নেই। মেলা কমিটি আমাদের না জানিয়ে তা পরিচালনা করছে।

সর্বশেষ খবর