শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাঙা সড়কে চলাচলে ঝক্কি

ফারুক আল শারাহ, লাকসাম (কুমিল্লা)

ভাঙা সড়কে চলাচলে ঝক্কি

কুমিল্লার নাঙ্গলকোটের মান্দ্রা-মৌকারা সড়কটি চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে সড়কের অংশবিশেষ পুকুরে ধসে পড়ে যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। জানা যায়, নাঙ্গলকোট পৌর এলাকার মান্দ্রা-মৌকারা জনগুরুত্বপূর্ণ সড়ক। নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার কয়েক ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ এ সড়কে চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কের কেন্দ্রা, বড় ফতেপুর, বাদশা মিয়া মার্কেট ও মৌকারা অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বড় ফতেপুর মাস্টার আব্দুল লতিফের বাড়ি সংলগ্ন স্থানে সড়কটির অনেকখানি পুকুরে ধসে পড়েছে। এতে ওই অংশের প্রশস্ততা কমেছে। বাকি অংশ যে কোনো সময় পুকুরে ধসে পড়ে সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়টি বেহাল হয়ে পড়ায় এলাকার কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট করে যাতায়াত করতে হয়। এছাড়া এ সড়কের পাশেই মৌকারা দরবার শরীফের মরহুম অলি উল্লাহ পীর সাহেব ও তিলিপ দরবার শরীফের মরহুম শাহ ছুফী আব্দুল গণি পীর সাহেবের মাজার। প্রতিদিন এ সড়ক দিয়ে দুটি দরবারে শত শত ভক্ত আসা-যাওয়া করেন। প্রতিবছর দুটি দরবারে বার্ষিক মাহফিলে লাখও মুসল্লির সমাগম হয়। তখন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত বাস ও অন্য যানবাহন এ সড়কে চলাচল করে। মৌকারা গ্রামের আনোয়ার হোসেন জানান, সড়কে যাতায়াত করা খুবই কষ্টকর। এলাকাবাসীর সুবিধার্থে সড়কটির প্রশস্ততা বাড়িয়ে সংস্কার করা জরুরি।

নাঙ্গলকোট উপজেলা সহকারী প্রকৌশলী আশ্রাফুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘আগামী অর্থবছরে সড়কটির প্রশস্ততা বৃদ্ধিসহ সংস্কারের প্রস্তাব করা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর