শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক কেন্দ্রে ৪৬ ভুয়া পরীক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

এক কেন্দ্রে পাওয়া গেল ৪৬ জন ভুয়া পরীক্ষার্থী। বালিয়াডাঙ্গী উপজেলায় চলমান ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় গতকাল এ ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করেন কেন্দ্র সচিব ও কালমেঘ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হযরত আলী।

কেন্দ্র সচিব বলেন, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল আমার। সঠিক প্রমাণের জন্য অপেক্ষা করছিলাম। অনুসন্ধানে সত্যতা পেয়ে বুধবার একজন ও বৃহস্পতিবার আরও ৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। ভুয়া বাকি ৯ শিক্ষার্থীর কেউ গতকাল পরীক্ষায় অংশ নিতেই আসেনি।

ইউএনও খায়রুল আলম সুমন জানান, পরীক্ষা কেন্দ্রে ভুয়া শনাক্ত হওয়া শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনাক্ত হওয়া পাঁচ মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘পরীক্ষায় ডিআর ফরম অনুসারে প্রবেশপত্র ইস্যু করা হয়। ছবির সঙ্গে নামের মিল আছে কিনা তা যাচাই করে মাদ্রাসা সুপার স্বাক্ষর করার পর প্রবেশপত্রে স্বাক্ষর করি। এত শিক্ষার্থীর ছবি কিংবা সে সঠিক পরীক্ষার্থী কিনা তা চিহ্নিত করার সুযোগ নেই। মাদ্রাসা সুপারেরা যোগসাজশে এ কা- ঘটিয়েছেন।’

সর্বশেষ খবর