শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

১১ দিনেও আটক নেই উদ্ধার হয়নি সোনা

বেনাপোল প্রতিনিধি

১১ দিনেও আটক নেই উদ্ধার হয়নি সোনা

যশোরের বেনাপোল কাস্টমস হাউসের ভল্ট ভেঙে আট কোটি টাকা মূল্যের ১৭ কেজি সোনা চুরি ঘটনার ১১ দিনেও কেউ আটক হয়নি। উদ্ধার করা যায়নি চুরি যাওয়া সোনা। এ ব্যাপারে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। ডিবি ও পিবিআইকে দিয়ে ঘটনা তদন্তের অনুরোধ জানিয়েছেন বেনাপোল কাস্টমস কমিশনার। যশোরের পুলিশ সুপার মঈনুল হক জানান, সোনা চুরির পরই কাস্টমস থেকে সাতজনকে এনে জিজ্ঞসাবাদ করা হয়েছে। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করা হচ্ছে। তদন্ত অব্যাহত আছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। গতকাল পাঠানো চিঠিতে বলা হয়, গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসের ভল্ট ভেঙে ১৭ কেজি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক গত ১১ নভেম্বর মামলা করেন। চুরির ঘটনা জানার পরই ভল্টের গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারকে দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে বিভাগীয় তদন্ত কমিটি। কাস্টম হাউস ও চেকপোস্টের সামগ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান জানান, রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতার করা না গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। ১১ দিনেও কেন আসামি শনাক্ত ও গ্রেফতার করা গেল না এ বিষয়ে বেনাপোলের ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর