শিরোনাম
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গণউপদ্রবে জরিমানা

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্যাম এলাকায় গণউপদ্রব সৃষ্টি করায় দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের আদালত ওই রায় দেন। রাবার ড্যাম বাজারে মুরগির দোকান দিয়ে নোংরা পরিবেশে ক্রয়-বিক্রয় করায় মুরগি ব্যবসায়ী আশরাফুল আলিকে ৫০০ টাকা ও মসজিদের জানালার পাশে টয়লেট স্থাপন করে মসজিদের পরিবেশ নষ্ট করার দায়ে  আব্দুল খালেককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, পরবর্তীতে তারা যাতে এমন না করে এবং তাদের দোকান ও টয়লেট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর